DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না বলার আহবান

আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে বলছি, অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন নিয়ে কাজ করে যেতে হবে।

033f317b-099c-4826-b26c-0c90462f5b47

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। সে খুনি হিসেবে নিজেকে পরিচিত করেছে। বাংলাদেশের মানুষ তাকে খুনি হিসেবে চিনে। কিন্তু কতিপয় মিডিয়া তাকে এখনো সাবেক প্রধানমন্ত্রী লিখে, আমরা আহবান জানাচ্ছি হাসিনার নামের আগে খুনি যুক্ত করে খুনি হাসিনা লিখার জন্য।

তিনি মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারি) চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে জাতীয় নাগরিক কমিটি'র রাইজিং উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন।

সামান্তা শারমিন আরো বলেন, আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে বলছি, অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন নিয়ে কাজ করে যেতে হবে।

এ সময় তিনি উপস্থিত নাগরিকদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সেলের সম্পাদক ফয়সাল মামুন,কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন,মেহেদী হাসান, এডভোকেট মহিবুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু।

অন্যেদের মধ্যে চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম লোকমান হোসেন, ওহিদ ফয়সাল, নুরে আলম নাসিম,সালাউদ্দিন, আমজাদ হোসাইন, মুসা, তারেক, শুভ,রাজু,আল-আমীন,মিহাদ, মহিম, হাবিব, রমজান ও জুলাই বিপ্লব শহীদ পরিবারের সদস্য এবং আহত কয়েকজন উপস্থিত ছিলেন।