DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

দর্শনা চিনিকল এলাকা থেকে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার ॥ আটক হচ্ছে না দুষ্কৃতিকারীরা

দেশের সর্ববৃহৎ চিনিশিল্প কমপ্লেক্স চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কো¤পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশী চালিয়ে ৩য় দিনে আরো ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

চুয়াডাঙ্গা সংবাদদাতা : দেশের সর্ববৃহৎ চিনিশিল্প কমপ্লেক্স চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কো¤পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশী চালিয়ে ৩য় দিনে আরো ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে করে ৩দিনে মোট ৬টি বোমা উদ্ধার হলো। এর আগে গত বৃহ¯পতিবার (১৩ ফেব্রুয়ারী) ও শনিবার (১৫ ফেব্রুয়ারী) জেনারেল অফিস সংলগ্ন এলাকায় একই প্রকৃতির ১টি করে ২টি বোমা উদ্ধার করা হয়। পরে দু’দিনই রাজশাহী থেকে আসা র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে বোমা দুটি নিস্ক্রিয় করে। এ সময় তারা বোমা দুটি শক্তিশালী বলেও জানায়। পরপর ৩দিন কেরুতে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। দু’দিনে পৃথক দুটি স্থান হতে বোমা উদ্ধারের পর গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে যৌথ বাহিনী তল্লাশী শুরু করলে এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকার কেরুজ শ্রমিকলীগ নেতা ও শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী জয়নাল আবেদীন নফরের সাংগঠনিক অফিসের পিছন থেকে এই ৪টি বোমা উদ্ধার করা হয়।