গ্রাম-গঞ্জ-শহর
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ২ হাজার একর জমি দখলের অভিযোগ
সন্ত্রাসের জনপদ ঢাকার কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আনোয়ার হোসেনের সোনার বাংলা আবাসন প্রকল্পে শতাধিক মানুষের প্রায়
Printed Edition
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : সন্ত্রাসের জনপদ ঢাকার কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আনোয়ার হোসেনের সোনার বাংলা আবাসন প্রকল্পে শতাধিক মানুষের প্রায় ২ হাজার একর জমি, বসতবাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলের কারণে অনেকে গ্রাম ছাড়া হয়েছেন। অনেকের বাড়ির চারপাশে ওয়াল দিয়ে ঢেকে রাখায় বাড়ি থেকে বের হতে পারছেন না। তারা যেন স্বপ্নের নিজ বাড়িতে থেকেও জেলখানায় বন্দী আছেন। ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে মানববন্ধনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভুক্তভোগী পরিবার ও সম্মিলিত সচেতন নাগরিকের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন মিজি, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক একেএম কাউসার আহমেদ, ভুক্তভোগী মোঃ আনিস, ফৌজিয়া বেগম, দেলোয়ার হোসেন ও কৃষক সুরজ মিয়া প্রমুখ।