DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

পৃথক সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক হতাহত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। সম্প্রতি সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

জেলা সংবাদদাতা
Printed Edition

নরসিংদী সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। সম্প্রতি সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ডযকের বাসাইল এলাকায় সকালে সিলেটমুখী মাল বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় পিছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা মারে। এসময় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন যাত্রীসহ এক চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন চালক। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। এসময় উভয় বাসের প্রায় ২০-২২ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উপজেলার কাজির শিমলা সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোরের নাম সালমান ফারসী তাফসির। নিহত তাফসির ত্রিশাল উপজেলার কাজির শিমলা খন্দকার বাড়ির কবির হোসেনের ছেলে।

ত্রিশাল থানা সূত্রে জানা যায় শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা গ্রামের কিশোর সালমান ফারসী তাফসির( ১১) মহাসড়ক পারাপার হওয়ার সময় সৌখিন বাস( ঢাকা মেট্রো-ব ১১-৮৭০৫) ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিড়কে পড়ে যায়,আহদ অবস্থায় স্থানীয় লোকজন থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।