গ্রাম-গঞ্জ-শহর
আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার ইসলামী মহাসম্মেলনে মুসলিম উম্মাহর শান্তি কামনায় জৈনপুরী পীর সাহেবের বিশেষ মোনাজাত
লালমাটিয়াস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা এতিমখানা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সের উদ্যোগে জৈনপুরী পীর হাদীয়ে বাঙ্গাল মরহুম আল্লামা সৈয়দ আবুল হাসান মোঃ লুৎফুর রহমান (রহঃ) এর ৪৮ তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশাল ইছালে ছাওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
Printed Edition
গত শনিবার ঢাকা মোহাম্মদপুরস্থ টাউনহল শহীদ পার্ক ময়দানে ৩/১৪ ব্লক জি, লালমাটিয়াস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা এতিমখানা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সের উদ্যোগে জৈনপুরী পীর হাদীয়ে বাঙ্গাল মরহুম আল্লামা সৈয়দ আবুল হাসান মোঃ লুৎফুর রহমান (রহঃ) এর ৪৮ তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশাল ইছালে ছাওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমীরে সত্যের ডাক, আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর বলেন, আমি ঐক্যের মহান স্বার্থে এই ইসলামী মহা সম্মেলন ও বার্ষিক মাহফিল ডেকেছি। তাই ঐক্যের ডাকের এই মহাসম্মেলনে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর নেতা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমীর সাবেক বাংলাদেশ ছাত্রশিবির সভাপতি মোঃ সেলিম উদ্দীন উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন ও ঐক্যের ডাক দেন। আরো উপস্থিত ছিলেন মহিলা কামিল মাদরাসা, এতিম খানা ও রাহমানিয়া জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সের মহা পরিচালক পীরজাদা আলহাজ্ব সৈয়দ সিরাজ উদ্দৌলা, পরিচালক পীরজাদা আলহাজ্ব এস এম জিল্লুর রহমান (আজাদ) জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর থানা আমীর মোহাম্মদ মশিউর রহমান, সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। মাওলানা মোঃ তোজাম্মেল হক সাহেবের উপস্থাপনায় ওয়াজ করেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হোরায়রা, মাওলানা দেওয়ান নুরে আলম জালালী, মাওলানা মাহমুদুল হাসান মামুনও মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরী (আরবী প্রভাষক আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা) ও সহকারী মাওলানা কামাল উদ্দীন নোমানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ, তরুন বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী, পীরজাদা সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম যুক্তিবাদী, মাওলানা আল-আমিন হোসেন জেহাদী, প্রফেসর সোহরাব হোসেন আশেকী, প্রমুখ।মাননীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে জনগণের বাক স্বাধীনতা ছিলনা, আইনের শাসন ছিল না। তিনি জৈনপুরী পীর সাহেবের প্রসংসায় বলেনঃ- তিনি ঢাকার কেন্দ্রস্থলে একটি মহিলা কামিল এম এ মাদরাসা ও এতিমখানা স্থাপন করে ইসলামের উচ্চ শিক্ষার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি জৈনপুরী সিলসিলার একজন উচ্চ শিক্ষিত কামিল পীর। সিলসিলায় জৈনপুরী এই দেশের প্রাচীনতম ও আধ্যাত্মিক এবং ধর্মীয় শিক্ষার এক আদর্শ মারকাজ। তিনি এই প্রতিষ্ঠানে মহিলাদেরকে ভর্তি হয়ে আদর্শ শিক্ষা গ্রহণের ও আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। বাহাউদ্দিন ঐক্যের ডাক দিয়া বলেন আলেম সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কেহ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি আরো বলেন স্বয়ং রাসূল (সাঃ) নারী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করিয়াছেন, নারীদেরকে বাদ দিয়া কিছু করা সম্ভব নয়, অতএব বর্তমান সমাজে মহিলা মাদরাসা খুবই দরকার। যা পীর এই গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন, যা খুবই প্রশংসনীয় সকলের সহযোগিতা কাম্য। পীর বলেন আমি স্বীয় জান ও মাল কোরবান করে বৃহত্তর ঢাকার বুকে নিজ বাড়ী ঘর দান করে এই সর্বোচ্চ বিদ্যাপীঠ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা স্থাপন করেছি একমাত্র সাদকায়ে জারিয়া স্বরূপ যেখানে সারা বাংলাদেশের অধিকাংশ মহিলা শিক্ষার্থীর এসে লেখাপড়া করছে আমি সমস্ত শিক্ষার্থীর ফ্রি অন্য বস্ত্র দিয়া শিক্ষা দীক্ষা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। তাই আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা অত্র মাদরাসায় প্রথম শ্রেণী থেকে কামিল এম এ প্রর্যন্ত ভর্তি করান! আমি সবকিছু ফ্রি করে দিব ইনশাআল্লাহ। অবশেষে পীর বাইয়াত ও তওবা করিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন। সকলকে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান। পীর সাহেবের মোবাইল: ০১৭৩২৩০২২৮৬। প্রেস বিজ্ঞপ্তি।