গ্রাম-গঞ্জ-শহর
রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধের দাবিতে মানববন্ধন
রায়গঞ্জের চান্দাইকোনায় ঝুঁকিপূর্ণ ১টি ইউটার্ন বন্ধকরণ ও যানবাহন চলাচলের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে চান্দাইকোনা পাবনা বাজারের মহাসড়কের বাসস্টান্ডে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
Printed Edition
রায়গঞ্জ সংবাদদাতা : রায়গঞ্জের চান্দাইকোনায় ঝুঁকিপূর্ণ ১টি ইউটার্ন বন্ধকরণ ও যানবাহন চলাচলের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে চান্দাইকোনা পাবনা বাজারের মহাসড়কের বাসস্টান্ডে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন শিবির সভাপতি গোলাম রাব্বি, সেক্রেটারি মেরাজ, ছাত্র প্রতিনিধি ফয়সাল,আসিফ প্রমুখ।
এ সময় স্থানীয় জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি এবং পেশার লোকজন উপস্থিত ছিলেন।