DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

ডুমুরিয়ায় সেপটিক ট্যাংকের মধ্য থেকে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খরসংঘ গ্রামে একটি সেপটিক ট্যাংকের মধ্য থেকে গৃহবধূ নাসিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Printed Edition

খুলনা ব্যুরো : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খরসংঘ গ্রামে একটি সেপটিক ট্যাংকের মধ্য থেকে গৃহবধূ নাসিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাসিমা বেগম খরসংঘ গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শাহজাহান আলী বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিমা বেগমের লাশ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।