DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে

এস এম শফিকুল আলম মনা সভাপতি শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনার সার্কিট হাউজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানউল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খুলনা ব্যুরো
Printed Edition
04

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনার সার্কিট হাউজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানউল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন শেষে বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে এডভোকেট এস এম শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে কাউন্সিলর অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। কাউন্সিলে সভাপতি পদে এডভোকটে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট এবং সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। সাংগঠনিক সম্পাদক তিনটি পদে শেখ সাদী ৩৭০ ভোট, মাসুস পারভেজ বাবু ২৬০ ভোট ও হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি এবং খুলনার সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছরের ওই কমিটির কার্যক্রম শেষ হয় ২০২১ সালে। ২০২১ সালের ৯ ডিসেম্বর শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।