DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

রংপুরে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে তিনি জানান।

রংপুর অফিস
Printed Edition

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে তিনি জানান।

গতকাল ২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে আমদানী-রপ্তানীকারকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

পাকিস্তান হাইকমিশনার বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিলনা। বর্তমান সরকার পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে।

রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আকবর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুরের আমদানী-রপ্তানীকারকরা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নানা সুপারিশ মালা তুলে ধরেন। শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফকে রংপুর চেম্বারের নেতৃবৃন্দের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।