DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

গাকৃবিতে গবেষণা, আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

প্রশিক্ষণে গাকৃবির অটাম ২০২৪ টার্মের ৪১ জন মাস্টার অব সায়েন্স (এমএস) ও ৭ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী কৃষির পরিবর্তনশীল পরিবেশে দক্ষতার উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনের বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

c4a63241-7d66-4a21-b031-ab3d2e5a1fb3

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার্থীদের গবেষণা, আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে গাকৃবির অটাম ২০২৪ টার্মের ৪১ জন মাস্টার অব সায়েন্স (এমএস) ও ৭ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী কৃষির পরিবর্তনশীল পরিবেশে দক্ষতার উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনের বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—

প্রফেসর ড. আবু আশরাফ খান: গাকৃবিতে গবেষণার উৎকর্ষ ও গবেষণা নীতির সৃজনশীল ও উদ্ভাবনী দিকসমূহ তুলে ধরেন।

প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা: একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা গঠনের উপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী: ভবিষ্যৎ সফলতার জন্য আত্ম-জ্ঞান, আবেগী বুদ্ধিমত্তা ও নতুন দক্ষতা অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করেন।

প্রফেসর ড. মোঃ আহসানুল হক স্বপন: গবেষণা ও উৎপাদনশীলতার জন্য প্রযুক্তির ব্যবহার, ডেটা বিশ্লেষণ, সাইটেশন ও রেফারেন্সিং বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে আইকিউএসিথর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী স্বাগত বক্তব্য দেন। প্রতিটি সেশনের শেষে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্ব ও দলীয় আলোচনা পরিচালনা করা হয়, যা প্রশিক্ষণকে আরও প্রাণবন্ত করে তোলে।

সমাপনী অধিবেশনে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন,

"শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি গবেষণা, সৃজনশীলতা ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা আমাদের অন্যতম লক্ষ্য। গবেষণার মাধ্যমে নতুন উদ্ভাবন শিক্ষার পরিসরকে আরও বিস্তৃত করবে।"

এ সময় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল দেশের কৃষি খাতের উন্নয়নেই নয়, বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে—উপাচার্য তাঁর বক্তব্যে এই বিষয়টিও তুলে ধরেন।