গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুর সাফারি পার্কে আশ্রয় পেল বিরল বন্যপ্রাণীরা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় গোপনে পরিচালিত একটি মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার হওয়া বিরল ও বিপন্ন প্রাণীগুলো এখন গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে নতুন আশ্রয় পেয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
Printed Edition
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় গোপনে পরিচালিত একটি মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার হওয়া বিরল ও বিপন্ন প্রাণীগুলো এখন গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে নতুন আশ্রয় পেয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
অবৈধভাবে পরিচালিত ওই মিনি চিড়িয়াখানার খোঁজ পেয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা গত সোমবার বিকেলে বিশেষ অভিযানে নামেন। তাদের তৎপরতায় উদ্ধার করা হয় একটি কাল ভালুক, একটি মিঠা পানির কুমির, তিনটি বার্মিজ অজগর, আটটি শজারু, দুটি মেছোবিড়াল, দুটি বনবিড়াল, দুটি কালিম পাখি, ১০টি ঘুঘু, দুটি টিয়া এবং দুটি বালিহাঁস। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারীর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ওই ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস এসময় সাফারি পার্কের নবমিত্র সাথে ছিলেন।