গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র নির্বাহী কমিটির সভাপতি আল আমিন ও সম্পাদক নাসিমা নির্বাচিত
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
Printed Edition
স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালটের মাধ্যমে সমিতির চার সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। মহানগরীর নলজানী এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সভা কক্ষে আগামী একবছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ শাহ আলম। কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আল আমিন ভুইয়া, সহ-সভাপতি মোহাম্মদ হুমাইয়ুন, সাধারণ সম্পাদক নাসিমা রহমান এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল মান্নান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক কাকলী আক্তার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম আবুল বাশার আজাদ, ডিজিএম আহমেদ শাহ আল জাবের, এজিএম (সেবা) শাহরিয়ার শাহেদ, সাবেক পরিচালক আব্বাস আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।