DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

সাংবাদিক আবদুর রহীম ফেনী জেলা স্কাউটস এর সহ-সভাপতি নির্বাচিত

ফেনী সংবাদদাতা: বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক একেএম আবদুর রহীম।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম ১৯৮১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন,আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা, সোনাগাজী আল হেলাল একাডেমী, সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাইস্কুল এবং ফেনী শাহীন একাডেমীতে।

শিক্ষকতায় ইস্তফা দিলেও তিনি জেলা স্কাউটস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সোনাগাজী উপজেলা স্কাউটস এর সম্পাদক,ফেনী জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক,জেলা কাব লিডার, জেলা স্কাউট লিডার ও জেলা সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

কাব ও স্কাউট উভয় শাখায় উডব্যাজার একেএম আবদুর রহীম ইতিপূর্বে অনেকবার জাতীয় কাব ক্যাম্পুরীর কন্টিনজেন্ট লিডার, জাতীয় স্কাউট জাম্বুরীর পরীক্ষক সহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে স্কাউট সেবায় অবদান রেখেছেন।

তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ফেনী জেলা স্কাউটকে গতিশীল করে বর্তমান তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের প্রতি কর্তব্য পালনে অবদান রাখতে সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস এর গঠনতন্ত্র মোতাবেক জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা স্কাউটস এর সভাপতি।