DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

রাজশাহীতে ধরা পড়া এএসআই রানা বরখাস্ত

রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ‘ধরা পড়ে’ সাময়িক বরখাস্ত হলেন সোহেল রানা নামের এক এএসআই। বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। এএসআই সোহেল রানা আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।

রাজশাহী ব্যুরো
Printed Edition

রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ‘ধরা পড়ে’ সাময়িক বরখাস্ত হলেন সোহেল রানা নামের এক এএসআই। বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। এএসআই সোহেল রানা আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় এক নারীর ঘরে এএসআই সোহেল রানাকে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। এ সময় তাকে লাঠিপেটা করে থানায় খবর দেয়া হয়। পরে মতিহার থানা-পুলিশ তাকে উদ্ধার করে।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এএসআই সোহেলকে পুলিশ লাইন্সে ক্লোজড করার পাশাপাশি সাময়িক বরখাস্তও করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে। তারপর সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’ এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া যায় সে নারী থাকেন তার বাবার বাড়িতে। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। স্বামী কারাগারে থাকার সময় থেকেই ওই নারী থাকেন বাবার বাড়িতে।