গ্রাম-গঞ্জ-শহর
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
Printed Edition
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা : ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সম্প্রতি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে থেকে ৫ জনকে আটক করা হয়েছে।