গ্রাম-গঞ্জ-শহর
সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ আর নেই
প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন এবং স্থানীয় তথ্যধারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
Printed Edition
আল-হেলাল, নালিতাবাড়ী (শেরপুর): প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন এবং স্থানীয় তথ্যধারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৬) বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাজনিত রোগে ভুগছিলেন। গত ৫ ফেব্রুয়ারী রাত ১১:৩০ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আল-হেলালসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
গত বুধবার বাদ যোহর পৌর শহরের দক্ষিণ বাজার শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার নায়েবে আমীর গোলাম কিবরিয়া ভিপিসহ স্থানীয় ও বাইরে থেকে আসা সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ মা, স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।