গ্রাম-গঞ্জ-শহর
বাংলাদেশী ৪ জেলেকে অস্ত্রের মুখে নিয়ে গেল আরাকান আর্মি
অপহৃতরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
Printed Edition
টেকনাফ সংবাদদাতা : কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ বাংলাদেশী চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টারদিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান, কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।
অপহৃতরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব বলেন, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান ৪ জেলেসহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা লোকজন অস্ত্রের মুখে বাংলাদেশী জেলেদের ট্রলারটিকে ঘিরে ফেলে। পরে জেলেরাসহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়।
পরবর্তীতে ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্টগার্ড অবহিত হয়। পরে বিষয়টি কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা।
অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে কোস্টগার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান, কোস্টগার্ডের এ স্টেশন কমান্ডার।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশী ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে শুনছি, অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন।