গ্রাম-গঞ্জ-শহর
রাজশাহী মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার রাজশাহী-৪ (বাগমারা) আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Printed Edition
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার রাজশাহী-৪ (বাগমারা) আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার (৯ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময সভায় আনুষ্ঠানিক ভাবে এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলীসহ রাজশাহী জেলা ও মহানগর সুরা ও কর্ম পরিষদের সদস্য নেতারা উপস্থিত ছিলেন। জানা যায়, শুধু বাগমারা উপজেলা নিয়েই গঠিত রাজশাহী-৪ আসন। নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা। বিশেষ করে বিএনপি ও জামায়াতের তৎপরতা এখন সরগরম এ আসন।