গ্রাম-গঞ্জ-শহর
নড়াইলে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
নড়াইল সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের জেলা আমীর এডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম প্রধান মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী শূরা সদস্য মো. সামসুর রহমান, জামায়াত নেতা আব্দুল মতিন, মির্জা আশেক এলাহী। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারি অধ্যাপক আব্দুস সামাদ, মো. জামিরুল ইসলাম টুটুল, মো. হেমায়েতুর হক হিমু, সহকারী সেক্রেটারি মো: আয়ুব হোসেন খান, নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন সেক্রেটারি মাওলানা শরিফুর ইসলাম,নড়াইল পৌর আমীর মাষ্টার জাকির হোসেন, সেক্রেটারি সহকারি অধ্যাপক মো. ইসহাক আলী লোহাগড়া উপজেলা আমীর মাওলানা মোাহাম্মদ হাদিউজ্জামান।
বক্তারা বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় প্রত্যেক মুসলমানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।জামায়াত দুনিয়ার ফায়দা হাসিলের পরিবর্তে আখিরাতের ফায়দা হাসিলের জন্য কাজ করে যাচ্ছে।প্রত্যেক মুমিন ব্যক্তির উচিত আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক হওয়া।