DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট অভিযানে রাঘবোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যতদিন দেশ শয়তান মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে।

রাজশাহী ব্যুরো
Printed Edition

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যতদিন দেশ শয়তান মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে।

গতকাল সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় তার জন্য সকাল ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমযানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ডাল, ছোলা, খেজুর ও তেলের সরবরাহ ভালো। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। সেটি ধরতে মিডিয়ার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।