গ্রাম-গঞ্জ-শহর
ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
Printed Edition
ময়মনসিংহ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
ড. সামীউল হক ফারুকী বলেন, যে সমাজে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নেই তারা কখনো যাকাত কালেকশন করবে না আর করলেও তা যথাস্থানে ব্যয় করবে না। আমরা পরামর্শ দেই যদি রাষ্ট্রীয় ব্যবস্থা যাকাত আদায় করার ব্যবস্থা না থাকে তাহলে যাারা এই সমাজে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় এবং যাদের হাতে দিলে যাকাত সঠিক জায়গায় পৌঁছাবে তাদের হাতে যাকাত তুলে দেন। তারা সংঘটিত প্রচেষ্টায় যাকাত পৌঁছানো কাজটা করবে। এতে করে আপনার সম্পদের যাকাত ভালোভাবে আদায় হবে এবং জন কল্যাণমূলক কাজে আপনার যাকাত ব্যবহার হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, হায়দার করিম, সাংগঠনিক থানা শাখার আমীর ও সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।