DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

কক্সবাজারে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান আমরা বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালোবাসি

চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ। চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়। তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য।

Printed Edition

কামাল হোসেন আজাদ, কক্সবাজার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’আলার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ। চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়। তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমীরে জামায়াত আরো বলেন, সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা। বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তাছাড়া সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মুছাসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

এসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।