DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সাইয়েদা আজিজুন নাহারের ইন্তিকালে আমীরে জামায়াতের শোক

নরসিংদী জেলার ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে নরসিংদীর গাবতলী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, তিনি নরসিংদী জেলার প্রথম মহিলা রুকন হিসেবে শপথ নিয়েছিলেন এবং সর্বশেষ জেলা মহিলা বিভাগের সেক্রেটারির দায়িত্বসহ বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

জেলা সংবাদদাতা
Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ মহিলা সদস্য, মহিলা বিভাগের কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও নরসিংদী জেলা মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা কামাল উদ্দিন জাফরীর তৃতীয় বোন সাইয়েদা আজিজুন নাহার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বাদ মাগরিব মিরপুরের বাইশটেকি জামে মসজিদে প্রথম এবং নরসিংদী জেলার ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে নরসিংদীর গাবতলী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, তিনি নরসিংদী জেলার প্রথম মহিলা রুকন হিসেবে শপথ নিয়েছিলেন এবং সর্বশেষ জেলা মহিলা বিভাগের সেক্রেটারির দায়িত্বসহ বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

শোকবাণী: সাইয়েদা আজিজুন নাহারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, সাইয়েদা আজিজুন নাহার এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।