DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

ডেভিল হান্ট

গ্রেফতার-আইনে সোপর্দ

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত রয়েছে। এ অভিযানে মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪০ জন ও জেলা পুলিশের অভিযানে আরও ৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত রয়েছে। এ অভিযানে মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪০ জন ও জেলা পুলিশের অভিযানে আরও ৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।

সম্প্রতি রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশ তাদের আটক করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মেট্রোপলিটন ও জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪০ জন:এদের মধ্যে সদর থানা: ৯ জন,বাসন থানা: ৭ জন, কোনাবাড়ি থানা: ৪ জন , গাছা থানা: ৫ জন, পূবাইল থানা: ৩ জন,কাশিমপুর থানা: ১ জন টঙ্গী পূর্ব থানা: ৩ জন,টঙ্গী পশ্চিম থানা: ৪ জন,ডিবি (উত্তর): ৩ জন,ডিবি (দক্ষিণ): ১ জন জেলা পুলিশের অভিযানে আটক ৮ জন: জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের সহযোগী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এই অভিযানে গেল ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা ঃ চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারায়সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বাঁশখালী, (চট্টগ্রাম) চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আরও এক আসামী পুলিশের জালে আটকা পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত -পরোয়ানার পলাতক ও নাশকতা মামলার অন্তত ২ডজনের অধিক আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউপির ৫ নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা ফরহাদুল আলম চৌধুরী (৩০)কে, এবং একইভাবে পৃথক অভিযান পরিচালনা করে কালীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মৃত হোসেনুজ্জামানের পুত্র মোঃ হেলাল (৩২) নামে নাশকতা মামলার আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : দেশব্যাপী ‘অপরেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত দু’দিনে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পৌর শহরসহ বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে আটক করেছে।