গ্রাম-গঞ্জ-শহর
সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টার অভিযোগে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।
Printed Edition
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টার অভিযোগে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা যায়, পলাশবাড়ী থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত ১৯/০৯/২০২০ সালে থানা যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন সাবেক এমপি স্মৃতির নির্দেশে উপজেলা আ’লীগ সভাপতি সামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, মিনু , তোতা, পাপুল, কল্লোল, হাজী সেকেন্দার গংদের নেতৃত্বে আঃলীগ নেতা-কর্মীরা ককটেল, হাত বোমা, ধারালো অস্ত্র, রড-পাইপ ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে হামলা করে। এতে সমাবেশে যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে দিক-বিকবিদিক ছুটাছুটি করতে থাকে। ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত করে। হামলায় যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নে-কর্মী আহত হয়। ঘটনার প্রায় ৫ বছর পর গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টু মামলা দায়েয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।