গ্রাম-গঞ্জ-শহর
কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাংচুর
কুষ্টিয়ায় এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকে ভিড় করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচাররা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে চলবেই। এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর হাউজিং কদলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর করে। এর আগে ৪ ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভাঙচুর করা হয়েছিল।