DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

খোকসাতে যাকাত ও উশর শীর্ষক সেমিনার

কুষ্ঠিয়া জেলা খোকসা উপজেলার তাহযিবুল উম¥াহ ট্রাস্ট এর উদ্যোগে ২০/০২/২৫(বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে যাকাত ও উশর শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্ঠিয়া জেলা খোকসা উপজেলার তাহযিবুল উম¥াহ ট্রাস্ট এর উদ্যোগে ২০/০২/২৫(বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে যাকাত ও উশর শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তাহযিবুল উম্মাহ ট্রাস্টের চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম সাঈদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগ, ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ,ব্যবসায়ী, ইমাম, শিক্ষাবিদ ও সাধারণ মুসল্লিরা স¦তঃস্ফর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা বলেন, যাকাত ও উশর কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি সামষ্টিক অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। যাকাত প্রদান ধনীদের সম্পদ পবিত্র করে এবং দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি করে। অন্যদিকে, কৃষিজ পণ্যের উপর নির্ধারিত উশর সঠিকভাবে আদায় করা হলে কৃষিখাতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠত হয়।উক্ত অনুষ্ঠানে তাহযিবুল উম্মাহ ট্রাস্টের চেয়ারম্যান বলেন,“রমযান মাসের আগমনের প্রক্কালে আমরা এই আয়োজন করেছি, যাতে সবাই যাকাত ও উশরের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে জানতে পারেন এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারেন। সমাজের সকল শ্রেণির মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” সেমিনার শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।