গ্রাম-গঞ্জ-শহর
মৌলভীবাজারে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
সম্প্রতি জগন্নাথপুর আবু হুরায়রা জামে মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আব্দুল মান্নান। মৌলভীবাজার সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
Printed Edition
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়।
এসময় দেড় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। সম্প্রতি জগন্নাথপুর আবু হুরায়রা জামে মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আব্দুল মান্নান। মৌলভীবাজার সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় হিলালপুর এলাকায় মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জননেতা মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে শূরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি মো. জিল্লুর রহমান প্রমুখ।