DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

আশাশুনির বুধহাটা-উজিরপুর সড়কে মৃত গাছ ॥ ঝুঁকিতে পথচারীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর সড়কে বহু মরাগাছ দাঁড়িয়ে থাকায় পথচারীরা

Printed Edition

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর সড়কে বহু মরাগাছ দাঁড়িয়ে থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কের দুই পাশে অসংখ্য বড় বড় শিশু গাছে ভরা। এসব গাছের অধিকাংশই কয়েক বছর মরে গেছে। লম্বা লম্বা মরা ডাল মাঝে মধ্যে ভেঙ্গে পড়ে থাকে সড়কে। এসব গাছ ও ডাল সড়কে পড়ে অনেকবার সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। যানবাহন ও পথচারী দুর্ঘটনা কবলিত হয়েছে কয়েকবার। এনিয়ে পত্রপত্রিকায় অনেকবার খবর প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের আওতাধীন গাছগুলো এখন এরাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।

গাছগুলো অপসারণ করা খুবই জরুরি হলেও কর্তৃপক্ষের অবহেলায় বছরের পর বছর কাজের কাজ কিছুই করা হচ্ছেনা। রাস্তার মানুষ, সড়কের পাশে বসবাসকারী পরিবার, দোকান পাট মৃত্যুর ঝুঁকি নিয়ে ব্যবহৃত হচ্ছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়কের বুধহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের কাছে গাছের একটি বড় ডাল ভেঙ্গে পড়ে সড়কের উপর। রক্ষে ডালের নিচে চাপা পড়েনি কোন যানবাহন বা প্রাণী। তখন নিরাপদ দূরে ছিল কয়েকটি যানবাহন ও পথচারী। ডাল পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। স্থানীয়রা যার যার মতো ডাল কেটে রাস্তা পরিস্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় আল আমিন হোসেন ও আবুল কালাম জানায়, সড়কের পাশের অসংখ্য শিশু গাছ রাস্তা জুড়ে বেড়ে উঠেছে। গাছগুলো মরে যাওয়ায় এখন বিপদজনক হয়ে উঠেছে। গাছগুলো দ্রুত অপসারণ করা দরকার। আমরা অনেকবার জেলা পরিষদে আবেদন জানিয়েছি, কিন্তু জানি না কেন গাছ কাটা হচ্ছে না। এলাকার মানুষ দ্রুত গাছ কেটে মানুষকে জীবনের ঝুঁকি থেকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।