DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

বগুড়ায় আ’লীগ, জাসদ, জাপা কার্যালয় গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

রাত সাড়ে ৯টার পর বুলডোজার আসার পর ভবন ভাঙ্গার কাজ শুরু হয়। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যাবত বুলডোজার দিয়ে আওয়ামীলীগ, জাসদ অফিস ভাংচুর করা হয়। এসময় হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বগুড়া অফিস

বগুড়ায় জেলা আওয়ামীলীগ, জাসদ ও জাতীয় পার্টির অফিস ভাংচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দিবাগত রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে এসব কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় জড়ো হতে থাকে।

রাত সোয়া ৮টার দিকে তারা হাতুড়ি, লোহার রড দিয়ে জেলা আওয়ামীলীগের অফিস ভাংচুর শুরু করে। তারা অফিসের ভেতর থেকে চেয়ার টেবিল বের করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পাশের জাসদ অফিসে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এখান থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত জেলা জাতীয় পার্টি অফিসে ভাংচুর চালায়।

রাত সাড়ে ৯টার পর বুলডোজার আসার পর ভবন ভাঙ্গার কাজ শুরু হয়। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যাবত বুলডোজার দিয়ে আওয়ামীলীগ, জাসদ অফিস ভাংচুর করা হয়। এসময় হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে সন্ধ্যায় বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার নাম ফলক ভাংচুর করা হয়।

এদিকে, আজ (শুক্রবার) সকাল থেকেই শহরের জিরো পয়েন্ট সাতমাথায় শত শত মানুষ ফ্যাসিবাদের আস্তানার করুণ পরিনতি দেখতে ভীড় করছে।