গ্রাম-গঞ্জ-শহর
‘অপারেশন ডেভিল হান্ট’ গাজীপুরে আরও ৪৮ জন আটক
মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪০ জন:এদের মধ্যে সদর থানা: ৯ জন,বাসন থানা: ৭ জন, কোনাবাড়ি থানা: ৪ জন , গাছা থানা: ৫ জন, পূবাইল থানা: ৩ জন,কাশিমপুর থানা: ১ জন টঙ্গী পূর্ব থানা: ৩ জন,টঙ্গী পশ্চিম থানা: ৪ জন,ডিবি (উত্তর): ৩ জন,ডিবি (দক্ষিণ): ১ জন
![Untitled-5-67a8bac48c759](https://static.dailysangram.com/images/Untitled-5-67a8bac48c759.original.jpg)
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" অব্যাহত রয়েছে। এ অভিযানে মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪০ জন ও জেলা পুলিশের অভিযানে আরও ৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশ তাদের আটক করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মেট্রোপলিটন ও জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪০ জন:এদের মধ্যে সদর থানা: ৯ জন,বাসন থানা: ৭ জন, কোনাবাড়ি থানা: ৪ জন , গাছা থানা: ৫ জন, পূবাইল থানা: ৩ জন,কাশিমপুর থানা: ১ জন টঙ্গী পূর্ব থানা: ৩ জন,টঙ্গী পশ্চিম থানা: ৪ জন,ডিবি (উত্তর): ৩ জন,ডিবি (দক্ষিণ): ১ জন
জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের সহযোগী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।