DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

আমদানি মূল্য কমানোর দাবি

আমদানি মূল্য কমানোর দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

Printed Edition

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা : আমদানি মূল্য কমানোর দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

শনিবার (১ফেব্রুয়ারি) সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রয়েছে।

পাথর আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি -রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।

ব্যবসায়ীরা জানান, ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য বেশি হওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে। বিষয়টি নিয়ে গত মাসে পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দিয়েছিল বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন।

গত ০৪ ও ১৬ জানুয়ারি ব্যাংকিং সুদ বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন দিক উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদেরকে পাথরের মূল্য পুনর্নির্ধারণে চিঠি দেয় বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।