DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

পাবনা বারের নবনির্বাচিত সেক্রেটারি এহিয়াসহ অন্যান্যদের সংবর্ধনা প্রদান জামায়াতের

পাবনা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া ও সদস্য খন্দকার শাহ আলী স্বপনসহ জামায়াত মনোনীত প্যানেলের সকল আইনজীবীকে সংবর্ধনা প্রদান করলেন পাবনা জেলা জামায়াত।

জেলা সংবাদদাতা
Printed Edition

পাবনা সংবাদদাতা : পাবনা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া ও সদস্য খন্দকার শাহ আলী স্বপনসহ জামায়াত মনোনীত প্যানেলের সকল আইনজীবীকে সংবর্ধনা প্রদান করলেন পাবনা জেলা জামায়াত। গত শনিবার ২২ ফেব্রুয়ারি দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা জামায়াতের আইন বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পাবনা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া , পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌর আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ, অ্যাডভোকেট গোলাম রব্বানী, অ্যাডভোকেট শাহ আলী স্বপন প্রমুখ। এ সময়ে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, তারবিয়াত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক আব্দুল মমিন, ব্যবসা ও বাণিজ্য সেক্রেটারি আব্দুর রহমান, সাবেক পৌর আমীর আলহাজ¦ আবিদ হাসান, অফিস বিভাগের সহকারী সম্পাদক আসাদুজ্জামান ও জামায়াত মনোনীত প্যানেলের আইনজীবীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।