DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মহাম্মদ ইসাহাক ও সেক্রেটারী পদে মোহাঃ মাহমুদুল ইসলাম কনকসহ অন্যান্য পদে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

জেলা সংবাদদাতা
chapai
সভাপতি ইসাহাক, সম্পাদক কনকNone

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মহাম্মদ ইসাহাক ও সেক্রেটারী পদে মোহাঃ মাহমুদুল ইসলাম কনকসহ অন্যান্য পদে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে রাত ৮টায় জেলা আইনজীবী সমিতি ভবনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাডভোকেট তাহির জামিল।

গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ ইসাহাক ৭৬ ভোট, সিনিযর সভাপতি মিসেস আনজুমান আরা ৭৮ ভোট, সহ-সভাপতি মোহাঃ সোহরাব আলী (২) ৭৬ ভোট , সাধারণ সম্পাদক পদে মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক) ৮৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ আহম্মেদ (জনি) ৮৮ ও এম আব্দুস সালাম ৯৫ ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম আজিজি ৮২ ভোট, গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ ১২০ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান (নীতু ) ৮৫ ভোট, নির্বাহী সদস্য পদে এম, এম, এস মেহেদী হাসান (শাওন) ৯৬ ভোট, সাবিনা ইয়াসমিন ৯৬ ভোট, মোঃ জাহাঙ্গীর আলম ৯৪ ভোট ও মোঃ নাজমুস সাকিব ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ১৩ টি পদে ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ভোটার ২১৫ জন।