DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে হামিদুর রহমান আযাদ

মাতারবাড়ির উন্নয়নের নামে ফ্যাসিস্টরা হাজার কোটি টাকা পকেটস্থ করেছে

অবকাঠামোগত উন্নয়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে, দীর্ঘদিন থেকে মাতারবাড়িকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে, এখন সময় এসেছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নকে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার ।

Printed Edition
P-8g

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ,এইচ, এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, মাতারবাড়িকে বিদেশের আদলে সুপার ডাইকে সাজানোর পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। অবকাঠামোগত উন্নয়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে, দীর্ঘদিন থেকে মাতারবাড়িকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে, এখন সময় এসেছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নকে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার ।

গতকাল মঙ্গলবার মহেশখালী মাতার বাড়ি ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মাতারবাড়িকে কেন্দ্র করে ফ্যাসিসস্টরা হাজার কোটি টাকা উন্নয়নের নাম দিয়ে নিজেদের পকেটস্থ’ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, জনগণ এই লুটপাটের হিসাব চায়। তিনি বলেন, যারা ব্যাংক ডাকাতি, দেশের অর্থ বিদেশে পাচার করেছে তাদের দোসরদের চিহ্নিত করে বয়কট করতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের শিক্ষাকে আমাদের মনে প্রাণে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ছিল তারা দেশের ও জনগণের শত্রু তাদের দোসরদের আর কোন ছাড় দেয়া হবেনা, এবার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ইনসাফ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ কায়েম হলে এদেশে চাঁদাবাজ, দখলবাজ, ঘুষ ও দুর্নীতি বিদায় নিবে। তাই আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব বেছে নিতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, তিনি পুরুষদের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াত ইসলামী মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি সারওয়ার আজমের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো: জাকের হোছাইন, মহেশখালী উপজেলা উত্তরের আমীর মাষ্টার নজরুল ইসলাম,

সেক্রেটারি মাষ্টার বশির আহমদ, মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসার অধ্যাপক রফিকুল হায়দার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা উত্তরের শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আনছারুল করিম, কক্সবাজার শহর পেশাজীবী ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজসেবক রুহুল কাদের, তরুণ নেতা মেম্বার আলাউদ্দীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ আরফাতসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে একই হলরুমে মাতার বাড়ির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রেস বিজ্ঞপ্তি।