DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে সাবেক এমপি চয়ন ইসলামসহ গ্রেপ্তার ৯৬ জন

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন।

স্টাফ রিপোর্টার
Printed Edition

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, মহানগরের ৮টি থানা এলাকা থেকে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক এমপি চয়ন ইসলাম শ্রীপুরের টেপিরবাড়ী থেকে আত্মগোপনস্থল থেকে গ্রেপ্তার। আনোয়ারা সরকার আনু রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ৭২ জন গ্রেপ্তার ধীরাশ্রম এলাকা থেকে। এদিকে, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলা পুলিশের অভিযানে ২১ জনসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।