DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা ব্যুরো
Printed Edition

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারির সৃষ্ট ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার ৯৯ তম সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত হয় বলে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। খবর পেয়ে ফের তালা ঝুলিয়ে দিতে গিয়ে শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত হন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২১ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিলেও সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে তালা ভেঙে বাসভবনে ভিসি প্রবেশ করেন বলে শিক্ষার্থীরা খবর পান। পরে কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে সত্যতা পাওয়ার পর গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে সেখানে গিয়ে মাইকে ঘোষণা দেন যে, ‘ভিতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসুন’। এসময় শিক্ষকরা বেরিয়ে আসেন। প্রায় ২০মিনিট ধরে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বাসভবনে তালা না মারার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানান। এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষকদের অনুরোধ মেনে সেখান থেকে তালা না মেরেই চলে যান। শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে তারা তালা মারা থেকে বিরত থাকলেও এই ভিসিকে তারা প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে যেহেতু ভিসিই তারা মানেন না সেহেতু ভিসি গঠিত তদন্ত কমিটিও তারা মানেন না।