DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

বরিশাল অঞ্চলের উপজেলা/থানা দায়িত্বশীল সম্মেলন

আল্লাহর রাজ কায়েম ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব---এডভোকেট হেলাল

বরিশাল অঞ্চলের সকল উপজেলা/থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে উপজেলা আমীর দায়িত্বশীল সম্মেলন সম্পন্ন হয়েছে।

জেলা সংবাদদাতা
Printed Edition
Untitled-1

বরিশাল অঞ্চলের সকল উপজেলা/থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে উপজেলা আমীর দায়িত্বশীল সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল ২২ শে ফেব্রুয়ারি শনিবার বরিশাল জেলা মডেল মসজিদ হলরুমে অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের সভাপতিত্বে ও অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদ, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অঞ্চলের সকল জেলা সেক্রেটারি নায়েব আমীরসহ সকল উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

সভাপতির বক্তব্যে অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, এই দেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে সফল হয়েছে, স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বৈষম্য এখনো পালিয়ে যায়নি সকল পর্যায়ে বৈষম্য এখনো বিদ্যমান। ইসলাম প্রতিষ্ঠা বা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা ব্যতিত বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন দিতে হবে। আমাদের কাজের পরিধি অনেক বাড়াতে হবে, ব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে তৃণমূলে সংগঠনের মজবুতি অর্জন নিশ্চিত করতে হবে।

স্বৈরাচার পতন হলেও জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছে না, বাংলাদেশের জনগণের উপর জুলুম এখনো বিদ্যমান। সবচেয়ে বেশি জুলুমের হচ্ছে মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের উপর। সাবেক স্বৈরাচারী সরকার তাকে গ্রেফতার করে চরম জুলুম নির্যাতন করছে। তিনি জেল হাজতে থাকা অবস্থায় তার স্ত্রী ইন্তিকাল করছে। আমাদের এই মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা আজকে বরিশাল অঞ্চলের থানা/উপজেলা দায়িত্বশীল সম্মেলন থেকে আমাদের বর্ষীয়ান জননেতা এটি এম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

সম্মেলনে দারসুল কুরআন পেশা করেন ভোলা জোলার সাবেক আমীর মাওলানা ফজলুল করিম। সম্মেলনে সকল জেলা আমীরবৃন্দ তাদের জেলার আওতাধীন উপজেলা ও থানাসমূহের ২০২৪ সালের রিপোর্ট পেশ করেন এবং পর্যালোচনা করা হয়।