DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

১৮ বছরেই ভেঙে গেল দুই কোটি টাকার সেতু

ব্যাটারী চালিত অটোগাড়ির চাপে ১৮ বছরেই ভেঙে গেল দুই কোটি টাকার আয়রণ সেতু। ভোগান্তিতে পরেছে আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার অনিয়মের কারণে অল্প দিনের মধ্যেই ভেঙে পরেছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

আমতলী (বরগুনা) সংবাদদাতা : ব্যাটারী চালিত অটোগাড়ির চাপে ১৮ বছরেই ভেঙে গেল দুই কোটি টাকার আয়রণ সেতু। ভোগান্তিতে পরেছে আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার অনিয়মের কারণে অল্প দিনের মধ্যেই ভেঙে পরেছে।

দ্রুত ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনা ঘটেছে সোমবার রাতে আমতলী উপজেলার চন্দ্রা আউয়াল নগর এলাকায়। মঙ্গলবার দুুপুরে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

জানা গেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ২০০৭-০৮ অর্ধ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চাওড়া নদীর উপর চন্দ্রা আউয়াল নগর এলাকায় আয়রণ সেতু নিমার্ণের দরপত্র আহ্বান করে। ওই সেতুর নিমার্ণ কাজ পায় তৎকালীন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে সেতু নিমার্ণকালে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা প্রভাবখাটিয়ে দায়সারা নিমার্ণ করেছেন।