DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

হ্যান্ডকাফসহ পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম

Printed Edition

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে হাফিজুল ও সমেলাকে গ্রেফতার করে ১৩ ফেব্রুয়ারি ওই দম্পতিকে ভূরুঙ্গামারী থানায় আনা হয়।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি ২০২৫ বিকাল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে বাবুরহাট বাজার এলাকা থেকে ১,৬২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয় মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছা. সমেলা বেগম (২০)। তবে আসামীদের থানায় নেওয়ার পথে তাদের আত্মীয়-স্বজন ও উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।