DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

মণিরামপুরের খালের বাঁধ ভেঙে হাজার বিঘা বোরো ক্ষেত প্লাবিত

মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের হরিণা বিলে খালের বাঁধ ভেঙে হাজার বিঘা বোরো ধান ক্ষেত প্লাবিত হয়েছে। এ ছাড়া মাছের ঘেরে পানি ঢুকে অন্তত কোটি টাকার মাছ ভেসে গেছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের হরিণা বিলে খালের বাঁধ ভেঙে হাজার বিঘা বোরো ধান ক্ষেত প্লাবিত হয়েছে। এ ছাড়া মাছের ঘেরে পানি ঢুকে অন্তত কোটি টাকার মাছ ভেসে গেছে।

স্থানীয় জনগণ জানান, বোরো ধান আবাদের জন্য হরিণা বিলের পানি সেচে খালে দেয়ায় গত শনিবার ভোর ৪টার দিকে খালের পানি বৃদ্ধি পায়। খালের ধারণ ক্ষমতার অতিরিক্ত পানির চাপে ২০-২৫ হাত স্থান নিয়ে খালের বাঁধ ভেঙে বিলের বোরো ধান ক্ষেতে পানি ঢুকতে থাকে। এলাকাবাসী মাইকিং করে নিজেদের উদ্যোগে দিনভর চেষ্টা করেও পানি আটকাতে পারেনি। ফলে বিলের প্রায় ১২শ’ বিঘা জমির বোরো আবাদ পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য দীপক ম-ল জানান, হরিণা বিলে বড় ধরনের দু’টি মাছের ঘের রয়েছে। ঘের দু’টির মধ্যে হরিণা খালের অবস্থান। ঘের মালিকের সঙ্গে কৃষকদের চুক্তি অনুযায়ী বোরো মৌসুমে সেখানে ধান চাষের জন্য সেচ পাম্প দিয়ে পানি সেচে খালে ফেলা হয়। খালটি কেশবপুর উপজেলার গাইয়েখালি গেট হয়ে নদীর সঙ্গে মিশেছে।

চলতি বোরা মৌসুমে একটি ঘেরের পানি সেচে জমির মালিকেরা সেখানে বোরো আবাদ করেন। বিলের মধ্যে আর একটি ছোট আকারের ঘের কেটে সেখানে মাছ রাখেন ঘের মালিক বিমল। কিন্তু বিলের পানি সেচে খালে ফেলায় গাইয়েখালি গেট দিয়ে ঠিক মত পানি নিষ্কাশিত না হবার কারণে হরিণা বিলের খালটি পানিতে টইটুম্বুর হয়ে পানির চাপে বাঁধ ভেঙে যায়।

এলাকাবাসী জানান, শনিবার ভোরে হঠাৎ হরিণা খালের বাঁধ ভেঙে বিমলের ঘেরের মধ্যে ১২শ’ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়ে। এ ব্যাপারে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী বাঁশের খুঁটি দিয়ে বাঁধ পুনঃনির্মাণ করার চেষ্টা করেন। কিন্তু পানির তোড়ে চেষ্টা করেও বাঁধ দেয়া সম্ভব হয়নি।

প্লাবিত ঘেরের বোরো ধানের ক্ষেত এখন কোমর পানিতে তলিয়ে রয়েছে। বিমলের মাছের ঘেরটিও প্লাবিত হয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে।