DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

ভেড়ামারায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ নিজঘরে থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে। নিজ ঘরের বিছানায় লেপের নীচে মাথা ঢাকা অবস্থায় ছিল স্ত্রী রাবেয়া খাতুন’র লাশ (৬৫)। আর পাশেই ঘরের ডাবের সাথে ঝুলছিল স্বামী ফরিদ উদ্দীনের লাশ (৭৫)।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ নিজঘরে থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে। নিজ ঘরের বিছানায় লেপের নীচে মাথা ঢাকা অবস্থায় ছিল স্ত্রী রাবেয়া খাতুন’র লাশ (৬৫)। আর পাশেই ঘরের ডাবের সাথে ঝুলছিল স্বামী ফরিদ উদ্দীনের লাশ (৭৫)। পুলিশ জানিয়েছে, শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করা হতে পারে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ দুপুর ১২ টার দিকে বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্থান পাড়া সংলগ্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সূত্র জানিয়েছে, বৃদ্ধ ফরিদ উদ্দীনের মূল বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে। সেখানে প্রথম স্ত্রী, ছেলে মেয়ে রয়েছে। ভেড়ামারায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করেন। তারা দুজনেই দিনমজুরের কাজ করে জীবিকানির্বাহ করতেন। বাড়ির পাশেই বসবাস করেন স্ত্রী রাবেয়া খাতুনের প্রথম পক্ষের ছেলেরা। গতকাল বুধবার সকালে নিহতের নাতি দাদা-দাদির বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। এসময় কেউ কোন আওয়াজ বা সাড়া শব্দ না করলে বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়।