DailySangram-Logo

রাজধানী

সীরাতে রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গত শনিবার বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ প্রকাশিত কালজয়ী গ্রন্থ ‘সীরাতে রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা মতিঝিল কো-অপারেটিভ ভবনে বিআইআইএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Printed Edition

গত শনিবার বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ প্রকাশিত কালজয়ী গ্রন্থ ‘সীরাতে রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা মতিঝিল কো-অপারেটিভ ভবনে বিআইআইএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ড. এম আবদুল আজীজ, মহাপরিচালক বিআইআইটি। প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আফম আবদুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক ড. আ ই ম নেছার উদ্দিন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেকটর ড. গোলজারে নবী, ড. মাহফুজুর রহমান, ড. মুহাম্মদ জাকির হোসেন সলিম প্রমুখ। সভাপতিত্ব করেন কো-অপারেটিভ বুক সোসাইটির ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান।

আলোচকগণ এ গ্রন্থের মাধ্যমে রাসূল (সা.) সীরাতের উপর তথ্যমূলক আলোচনা করা হয়েছে, যা মূল্যবান ও তাৎপর্যপূর্ণ। অনেক জ্ঞানী-গুণী লেখকের লেখায় গ্রন্থটি অনেক সমৃদ্ধ। আলোচকগণ গ্রন্থটির প্রচার-প্রসার কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।