রাজধানী
জুলাই আগস্টে গণআন্দোলন
ছাত্র-জনতার ওপর সহিংসতার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ চাইল পুলিশ
জুলাই-আগস্টে গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলীবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহে নেমেছে বাংলাদেশ পুলিশ।
Printed Edition
জুলাই-আগস্টে গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলীবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহে নেমেছে বাংলাদেশ পুলিশ। এই লক্ষ্যে গত বছরের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ পুলিশ অথরাইজড ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
গত রোববার পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। আপলোড করা ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করে দেখা যাবে।' তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য পুলিশকে সহায়তা করার জন্য সকলের কাছে এই অনুরোধ জানান তিনি।