DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ নিলে দুদক অনেকটা স্বাধীন হবে .... চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান না হলে সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সংস্কার কমিশন বিষয়টি সুপারিশ করেছে।

স্টাফ রিপোর্টার
Printed Edition

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান না হলে সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সংস্কার কমিশন বিষয়টি সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ নিলে দুদক অনেকটা স্বাধীন হবে। গতকাল বুধবার দুপুরে পাবনায় দুদকের গণশুনানি অনুষ্ঠান শেষে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘সেবাগ্রহীতাদের টাকায় আমরা বেতন পাই, তাঁদের গুরুত্ব দিতে হবে। সেবাগ্রহীতাদের প্রতি সরকারি কর্মকর্তাদের সদয় হতে হবে। তাঁদের প্রতি আন্তরিক থাকতে হবে।’

আওয়ামী লীগ সরকারের আমলে দুদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা মামলাগুলোর কী হবে, জানতে চাইলে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদক সব মামলা যাচাই-বাছাই করছে।

যেসব মামলার মধ্যেই দুর্নীতি আছে, সেগুলো বিবেচনায় আনা হবে। তিনি বলেন, ‘নিপীড়ন, নির্যাতন ও শোষণমূলক মামলা যাঁরা করেছেন, তাঁদের পরিণতি কী হয়েছে, সবাই দেখেছে। এমন পরিণতি আর কেউ চাইবে না।’

মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ঘুষ-দুর্নীতি রোধ দুদকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘুষ দেওয়া বন্ধ করতে হবে। দুই দিন দেরিতে কাজ হলেও কাউকে ঘুষ দেওয়া যাবে না। তাহলেই দিনে দিনে ঘুষ কমে যাবে।

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনা জেলা শাখার সভাপতি চিকিৎসক মনোয়ারুল আজিজ।