DailySangram-Logo-en-H90

রাজধানী

সেমিনারে বক্তারা

ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর

গত বাজেটের বাড়তি ব্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি উল্লেখ করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।

স্টাফ রিপোর্টার
Printed Edition
P-8e
গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিটিস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় -সংগ্রামNone

গত বাজেটের বাড়তি ব্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি উল্লেখ করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।

গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, সঠিকভাবে যাকাত দিলে সাধারণ মানুষ অনেকটা সহযোগিতা পাবে। সরকারের উচিৎ সবাইকে সঠিকভাবে যাকাত প্রদানে উৎসাহিত করা। সবাইকে বাড়তি ব্যয় কমিয়ে আনার আহবান জানান তিনি।বক্তারা বলেন, যারা লুটপাট করেছে তাদের বিচার এখনো হয় নাই।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। শিল্প খাতের উন্নয়ন হলে অর্থনীতি ঘুরে দাড়াবে এর কোনো বিকল্প নেই।

আইবিডব্লিউএফ এর সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, এন বি আর এর সাবেক সদস্য পারসা বেগম ও নাসির উদ্দিন, বারভিডার চেয়ারম্যান ও হকস বে অটো মোবাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি, কাজী এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান ও আইবিডব্লিউএফ এর সাধারণ সম্পাদক ডা: আনোয়ারুল আজিম প্রমুখ।

আইবিডব্লিউএফ এর পক্ষ থেকে ৯ দফা দাবী জানানো হয়। আইবিডব্লিউএফ এর দাবি ও সুপারিশসমূহ আগামী বাজেটে প্রতিফলিত হলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও জনগণের মৌলিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সরকারের প্রতি অনুরোধ, এই প্রস্তাবনাগুলো বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হোক।