রাজধানী
নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই জীবনের বাঁকে বাঁকে প্রকাশিত
দেশ, সমাজ ও রাজনীতিসহ বেশ কিছু স্মৃতি কথা নিয়ে প্রকাশিত হলো নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই জীবনের বাঁকে বাঁকে।
Printed Edition
দেশ, সমাজ ও রাজনীতিসহ বেশ কিছু স্মৃতি কথা নিয়ে প্রকাশিত হলো নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই জীবনের বাঁকে বাঁকে। গতকাল রোববার বিকেলে রাজধানীর মগবাজারে কারিগর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট লেখিকা কামরুন্নেছা মাকসুদার সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও কবি হাসান আলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন লেখিকা নাজমুন নাহার নিলু, নুরুন্নাহার নিরু এবং লেখক ও অনুবাদক আলী আহমদ মাবরুর ।
স্কুল জীবন থেকে লেখালেখির অভ্যাস থাকলেও নূরুন্নিসা সিদ্দিকার লেখাগুলো মলাটবদ্ধ হলো এই প্রথম। বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত এই লেখিকার অভিজ্ঞতা স্থান পেয়েছে জীবনের বাঁকে বাঁকে নামের এ বইটিতে। নুসরাত নূরের সঞ্চালনায় কারিগর প্রকাশনার আয়োজনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কারিগরের পরিচালকম-লীর সদস্য তাসলিমা মুনিরা। এছাড়া প্রকাশনী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন অন্যতম পরিচালক মুশফিকা নূর। প্রেসবিজ্ঞপ্তি।