DailySangram-Logo-en-H90

দুর্ঘটনা

সৈয়দপুরে আগুনে ৩০টি ঘর পুড়ে ছাই ॥ কোটি টাকার ক্ষতি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পল্লীতে আগুনে ৮টি পরিবারের ৩০টি ঘর মালামালসহ সম্পূণরুপে

Printed Edition

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলার পল্লীতে আগুনে ৮টি পরিবারের ৩০টি ঘর মালামালসহ সম্পূণরুপে পুড়ে ছাই হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় এই দূর্ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ পাড়া হওয়ায় পাশাপাশি অনেক বাড়ি-ঘরের কারণে আগুন দ্রত ছড়িয়ে পড়ে এবং ১০ টি পরিবারের ৩০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সেই সাথে ঘরগুলোর আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ টাকাসহ সবধরনের মালামাল পুড়ে গেছে। এদিকে ঘটনার সময় সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর রাতের খাবারের ব্যবস্থা করেন। একইসাথে তাদের পূনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একইভাবে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী শাড়ি ও লুঙ্গি দিয়ে সহযোগিতা করেন।

তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আব্দুল্লাহ বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সার্বিক তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নিরূপন করা যাবে। তবে আনুমানিক ধারণা করা হচ্ছে যে, তা কোটি টাকার বেশি হতে পারে।