দুর্ঘটনা
গাজীপুরে শসাভর্তি পিকআপ খাদে, চালক-হেলপারসহ নিহত ৩
গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শসাভর্তি একটি পিকআপ ভ্যান সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে চালক, হেলপার ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শসাভর্তি একটি পিকআপ ভ্যান সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে চালক, হেলপার ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. সাকিব (২২), পিকআপ চালক, মেধাকুল, ডাসার, মাদারীপুর ; আল আমিন (২৪), হেলপার, সোনারবাংলা গলি, সোনাডাঙ্গা, খুলনা ও আব্দুল কাইয়ুম (২৬), ব্যবসায়ী, দক্ষিণ কালনীরচর, ওসমানীনগর, সিলেট।
কালীগঞ্জ থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার ও স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি সিলেট থেকে শসা নিয়ে গাজীপুরের জয়দেবপুর যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে গাড়িটি সড়কের পাশের ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। এতে পিকআপের চালক, হেলপার ও ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এসআই সুশান্ত চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।