দুর্ঘটনা
সরিষাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Printed Edition
সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে একটি কুরআন শরীফ। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
গত ৩ ফেব্রুয়ারি সকালে মান্নান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দুটি দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।